kalerkantho

আজ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আজ বুধবার। সিঙ্গাপুর সময় সকাল ১০টায় শুরু হবে সার্জারি। বাইপাস সার্জারি করবেন হাসপাতালটির চিকিত্সক ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের জ্যেষ্ঠ সদস্য কার্ডিওথোরাসিক সার্জন  ডা. সিবাস্টিন কুমার সামি।

ওবায়দুল কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক অবস্থাও স্থিতিশীল। সিঙ্গাপুরে তাঁর চিকিত্সা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। সেখানে উপস্থিত ওবায়দুল কাদেরের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে ডা. সিবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের চিকিত্সার সর্বশেষ অগ্রগতি ও সার্জারির বিষয়ে পরিবারের সদস্যদের জানান। তখন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম প্রমুখ।

মন্তব্য