kalerkantho

নৌকা চান বিএনপির সাবেক মেয়র মনজুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেনৌকা চান বিএনপির সাবেক মেয়র মনজুর

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে চান। গতকাল শনিবার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। তিনি চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

জানতে চাইলে এম মনজুর আলম গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘নির্বাচন করার লক্ষ্যে ঢাকা থেকে আওয়ামী  লীগের দলীয় একটি মনোনয়ন ফরম কিনেছি। আমার পক্ষে চাচাতো ভাই আবুল কালাম আজাদ মনোনয়ন ফরমটি সংগ্রহ করেছেন।’ আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তেমন কোনো বিষয় নেই। আমার ব্যক্তিগত ইচ্ছা থেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যাকে মনোনয়ন দেবে তাই মেনে নেব।’

আওয়ামী লীগ থেকে নির্বাচন করার বিষয়ে তিনি আরো বলেন, ‘পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ ঘরানার। আমার বাবা আওয়ামী লীগ নেতা ছিলেন। তাই আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চাইছি।’

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী এম মনজুর আলম। অবশ্য এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে একসময় রাজনৈতিক ‘গুরু’ মানতেন মনজুর। মেয়র হওয়ার পর মনজুরকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরবর্তী সময়ে ২০১৫ সালে আবারও বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রার্থী হন মনজুর আলম। ভোটের দিন কয়েক ঘণ্টার মাথায় কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন মনজুর আলম।

এরপর ২০১৬ সালের ১ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি বসেছিলেন এ বি এম মহিউদ্দিন ও মনজুর আলম। তখন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছিল, মনজুর আলমকে আওয়ামী লীগে ফেরাতে আগ্রহী মহিউদ্দিন। ওই বছরের ১৭ আগস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আগ্রহের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন মনজুর আলম। তিনি তখন বলেছিলেন, “‘উপযুক্ত’ সময়ের অপেক্ষায় আছি।”

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নেওয়ার বিষয়ে এম মনজুর আলমের ছেলে সরোয়ার আলম কালের কণ্ঠকে বলেন, ‘বাবার ইচ্ছা পূরণের জন্য মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। দল যদি চায় তাহলে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেবেন বাবা।’

মন্তব্য