kalerkantho


সবিশেষ

প্রভাব অর্থনীতিতেও

১৬ জুলাই, ২০১৮ ০০:০০প্রভাব অর্থনীতিতেও

ক্রোয়েশিয়া এখন উৎসবের দেশ। ৪১ লাখ জনসংখ্যা মাত্র দেশটির, অথচ তারাই কিনা বিশ্বকাপ ফাইনালে! এর প্রভাব ভালোভাবে পড়েছে দেশটির অর্থনীতিতে। টিভি, পানীয় আর চিপস বিক্রি বেড়েছে ব্যাপক হারে। বেড়েছে পর্যটকও। গত ডিসেম্বরে ক্রিসমাস শপিংয়ে ক্রোয়াটরা খরচ করেছিল এক হাজার ৩৮০ কোটি কুনা। এবার শুধু টিভি ও চিপসই বিক্রি হয়েছে এক হাজার ২৯৫ কোটি কুনা। টিভি বিক্রি হয়েছে ৪০০ শতাংশ বেশি। দেশ একের পর এক সাফল্যের মই বয়ে উঠছে ওপরে, তা কি আর পুরনো টিভিতে দেখলে চলে! ম্যাচ চলার সময় সঙ্গী বিয়ার ও চিপস। দুটোরই বিক্রি বেড়েছে ৩০০ থেকে ৪০০ শতাংশ। এপি

 মন্তব্য