kalerkantho


সবিশেষ

এক মিনিট নীরবতা!

২৩ জুন, ২০১৮ ০০:০০এক মিনিট নীরবতা!

শোকের প্রতীক হিসেবে পালন করা হয় এক মিনিট নীরবতা। আত্মার সম্মানে, শ্রদ্ধায় নত হয়ে করা হয় স্মরণ। ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের দুঃখটা অনেকের কাছেই প্রিয়জন হারানোর মতোই শোকের। আর্জেন্টিনার টিওয়াইসি টেলিভিশন চ্যানেলে আর্জেন্টিনার হারের সংবাদ পরিবেশন করা হয় এক মিনিট নীরবতা পালনের পর। খবর পাঠক ৬০ সেকেন্ড নীরব থাকার পর পাঠ করেন দুঃসংবাদটি। টিওয়াইসি চ্যানেলে ফুটবল বিশ্বকাপ নিয়ে চলছে নানা আয়োজন। খেলার পরবর্তী আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত ছিলেন আলোচক ফুটবল পণ্ডিতরা। তাঁদের সঙ্গে নিয়েই এক মিনিট নীরবতা পালন করেছেন অনুষ্ঠানের উপস্থাপক, সেই সঙ্গে দর্শকদেরও আহ্বান জানিয়েছেন নীরবতা পালনে অংশ নিতে। এই এক মিনিট উপস্থাপকের মুখে ছিল বিষাদের কালো ছায়া। ডেইলি মেইলমন্তব্য