kalerkantho


দিল্লি ফিরেছেন প্রণব

‘কিভাবে পাঁচ দিন কেটে গেল নিজেও জানি না’

কূটনৈতিক প্রতিবেদক   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০‘কিভাবে পাঁচ দিন কেটে গেল নিজেও জানি না’

ফাইল ছবি

পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লি ফিরে গেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম। ফ্লাইটে ওঠার আগে প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান। সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। কিভাবে পাঁচটি দিন কেটে গেল তা আমি নিজেও জানি না।’

এ ছাড়া টুইট বার্তায় প্রণব লিখেছেন, ‘বিশ্বের খুব কম দেশ আছে, যেখানে তাদের জাতীয় বিবেকের মধ্যে সংস্কৃতি এতটা গভীরভাবে প্রোথিত। অবশ্যই বাংলাদেশ তাদের একটি। আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে তাদের উষ্ণতা, মমতা ও আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।’

ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল বিকেলে নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রণব মুখোপাধ্যায়কে ফুল দিয়ে স্বাগত জানান। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ভারতের এযাবৎকালের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত ১৪ জানুয়ারি ঢাকায় আসেন। এই সফরে বাংলাদেশ তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) মর্যাদা দিয়েছে।

সফরকালে প্রণব মুখোপাধ্যায় ঢাকায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাঁকে বিশেষ সমাবর্তনের মাধ্যমে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে। সফরকালে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া তিনি সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় প্রণবের প্রথম বিদেশ সফর ছিল বাংলাদেশে। গত বছর রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পর এ দেশে আসাই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।মন্তব্য