kalerkantho


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জালিয়াতি

ছাত্রলীগের সেই রানাসহ ১৫ ছাত্র বহিষ্কৃত হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ছাত্রলীগের সেই রানাসহ ১৫ ছাত্র বহিষ্কৃত হচ্ছে

ভর্তি পরীক্ষায় জালিয়াতচক্রে জড়িত এবং জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া মোট ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এখন সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কার হতে যাওয়া ওই ১৫ জনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মহিউদ্দিন রানাসহ তিনজন ভর্তি জালিয়াতচক্রের সদস্য, আর ১২ জন জালিয়াতির মাধ্যমে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

জালিয়াতচক্রের সদস্য তিন শিক্ষার্থী হলেন—ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের নাভিদ আনজুম তনয়, পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের মহিউদ্দীন রানা এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মামুন। এদের মধ্যে মহিউদ্দিন রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। জালিয়াতির ঘটনায় গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এক সহযোগীসহ গ্রেপ্তার হন রানা। পরে ছাত্রলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ১২ শিক্ষার্থী হলেন—রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, মনোবিজ্ঞান বিভাগের মো. বায়েজীদ, সংস্কৃত বিভাগের প্রসেনজিৎ দাস, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারদিন আহমেদ সাব্বির, অর্থনীতি বিভাগের রিফাত হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের রাফসান করিম, বাংলা বিভাগের আখিনুর রহমান অনিক, ইতিহাস বিভাগের টি এম তানভীর হাসনাইন, শিক্ষা ও গবেষণা বিভাগের মুন্সী মো. সুজাউর রহমান এবং পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের নাজমুল হাসান নাঈম।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রক্রিয়ায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই সুপারিশের চূড়ান্ত অনুমোদন দেবে।’

 মন্তব্য