kalerkantho


মহিউদ্দিন চৌধুরী লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০মহিউদ্দিন চৌধুরী লাইফ সাপোর্টে

অনেকটা সুস্থ হয়ে ঢাকা থেকে চট্টগ্রামে বাসভবনে ফেরার দুই দিনের মাথায় আবারও অসুস্থ হয়ে পড়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে নগরের মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান গতকাল রাত সাড়ে ৮টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘ওনার অবস্থা সংকটাপন্ন। ডায়ালিসিসের জন্য দুপুরে এখানে ভর্তি করা হয়। কিন্তু এখনো ডায়ালিসিস করা যায়নি।’ তিনি বলেন, ‘তাঁর শারীরিক অবস্থা একবার খারাপ হচ্ছে, একবার একটু উন্নতি হচ্ছে। প্রেসার কম। সংকটাপন্ন অবস্থা।’

এরপর রাত ১১টার দিকে ডা. লিয়াকত আলী খান বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।

এদিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ফেসবুক স্ট্যাটাসে সবার দোয়া চেয়েছেন। তিনি লিখেন, ‘আমার বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরী আবারও অসুস্থ হয়েছেন। তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে দোয়াপ্রার্থী।’

মহিউদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী সচিব ওসমান গণি গত রাত সোয়া ৯টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘নিয়মিত ডায়ালিসিসের জন্য সকাল সাড়ে ১১টার দিকে স্যারকে (মহিউদ্দিন) হাসপাতালে নেওয়া হয়। প্রেসার কম তাই এখনো ডায়ালিসিস করা যায়নি। আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’

উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মহানগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে হেলিকপ্টারে করে বর্ষীয়ান এ নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ১৬ নভেম্বর নেওয়া হয় সিঙ্গাপুর। সেখানে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়। সেখানে চিকিৎসা শেষে গত ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসে স্বজনরা। এরপর তাঁকে আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ১২ ডিসেম্বর মহিউদ্দিনকে নিয়ে তাঁর ্পরিবারের সদস্যরা চট্টগ্রামের নিজ বাড়িতে ফেরে।

 মন্তব্য