kalerkantho


সাপের ভয় সহজাত!

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০সাপের ভয় সহজাত!

কোটি কোটি বছর ধরে বিবর্তিত হতে হতে মানব মনের শিকড়ে ঢুকে পড়েছে সাপ আর মাকড়সার ভয়। অর্থাৎ এই দুই প্রাণীর ভয় এখন সহজাত। এমনটাই দাবি করেছেন জার্মানির ‘ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর হিউম্যান কগনিটিভ অ্যান্ড ব্রেন সায়েন্সেস’ এবং সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

গবেষকরা বলছেন, ছয় মাসের শিশুও সাপ-মাকড়সার ছবি দেখে অস্বস্তি প্রকাশ করে; ফুল আর মাছের ছবি দেখে তা হয় না। ছয় মাসের ৩২ শিশুর ওপর চালানো গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি’ সাময়িকীতে। শিশুদের দুটি দলে ভাগ করে ১৬টি করে ছবি দেখানো হয়। নানা রঙের মাকড়সা দেখানোর পরেই তাদের দেখানো হয় একই রঙের ফুল। আবার কুণ্ডলী পাকানো সাপের পর দেখানো হয় কুণ্ডলী পাকানো মাছের ছবি। তাতে দেখা গেছে, দেখতে একই রকম হলেও শিশুরা সাপ আর মাকড়সাকে ঠিক আলাদা করতে পারছে ফুল আর মাছ থেকে। সাপ ও মাকড়সার ছবি দেখে তাদের চোখে ভয় ফুটে উঠছে, যা ফুল ও মাছের বেলায় হচ্ছে না।

গবেষকরা মনে করছেন, চার থেকে ছয় কোটি বছর এ ধরনের বিপজ্জনক জীবজন্তুর সঙ্গে সহাবস্থান করার ফলে মানুষের মস্তিষ্কের মধ্যে এদের সম্পর্কে ভয় ঢুকে গেছে। বাঘ-ভালুুক তুলনামূলকভাবে নবীন প্রাণী। ফলে তাদের প্রতি সহজাত এই ভয় তৈরি হয়নি এখনো। সূত্র : এবিপি আনন্দ।মন্তব্য