kalerkantho


এবার নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

শুক্রবারের পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক   

৮ অক্টোবর, ২০১৭ ০০:০০এবার নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল শনিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ পরীক্ষাটি বাতিল করা হয়েছে।

তবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সূত্র জানায়, গত শুক্রবার অনুষ্ঠিত ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে পিএসসি পরীক্ষা বাতিল করেছে।

পিএসসির চিঠিতে বলা হয়, ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পদের এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) টাইপ লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হলো। পরবর্তী সময়ে অনুষ্ঠেয় ওই পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।মন্তব্য