kalerkantho


বর্জ্যে বিলীন গোটা শহর!

কালের কণ্ঠ ডেস্ক   

২০ জুন, ২০১৭ ০০:০০বর্জ্যে বিলীন গোটা শহর!

শিল্পদূষণের কারণে একটি শহরের কী হাল হতে পারে—এ ঘটনা তার একটা উদাহরণ হতে পারে। রোমানিয়ার শহর গিয়ামানা। ছোট্ট এই শহর বর্জ্যের কারণে গত চার দশকে প্রায় বিলীন হয়ে গেছে।

একসময়ে সবুজায়নই ছিল গিয়ামানার সম্পদ। আর আজ! গণমাধ্যমে প্রকাশিত ওই শহরের বর্তমান কয়েকটি ছবিতে দেখা গেছে, কারখানার বর্জ্যে পুরো শহর ভরে গেছে। যেদিকেই চোখ যায়, সুনসান এলাকার মাঝে বৃহৎ লেক; যা ভর্তি কারখানার বর্জ্যে। আর সেই লেকের বর্জ্যেই ভরে গেছে গোটা শহর।

১৯৭৭ সালে রোমানিয়ার তৎকালীন কমিউনিস্ট সরকারের তরফে জানানো হয়, গিয়ামানা শহর থেকে তামা উৎপাদন শুরু করবে সরকার। এলাকা খালি করার জন্য পরিবার প্রতি এক হাজার ৫০০ ইউরো দেওয়ার কথা ঘোষণা করা হয়। ৩০০ পরিবার সরকারি ক্ষতিপূরণ নিয়ে ভিটে ছেড়ে চলে যায়। থেকে যায় কয়েক পরিবার। তারা লেক পার্শ্ববর্তী অঞ্চল ছেড়ে আরো উঁচুতে গিয়ে বসবাস শুরু করে। সম্প্র্রতি এলাকার ছবি তুলতে হাজির হন আমোস চ্যাপেল নামের এক ফটো সাংবাদিক। তাঁর ফটোতেই ধরা পড়ে গিয়ামানার বর্তমান অবস্থা।

বাসিন্দারা জানায়, কারখানার বর্জ্যে পুরো এলাকা ভরে গেছে। প্রতিবছর তিন মিটার করে বাড়ছে বর্জ্যে ঢাকা লেকটি। সূত্র : এইসময়।

 মন্তব্য