kalerkantho


যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণের সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সায়রা নূর লামিসা (২০) নামের এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস  উড়োজাহাজটির অন্য দুই যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করেছে। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি চার আসনের ও সেসনা-১৭২ শ্রেণির।

এনবিসি নিউজ ও সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রবিবার বিকেলে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায় উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটির দুই আরোহী ২৫ ও ২৮ বছর বয়সী দুজন পুরুষ নিজেরাই বিধ্বস্ত উড়োজাহাজ থেকে বের হতে পেরেছিলেন। তাঁরা নিজেদের মুঠোফোনে দুর্ঘটনায় পড়ার খবর জানিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য চেয়েছিলেন। ফায়ার সার্ভিস বিভাগ ওই দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর বিধ্বস্ত উড়োজাহাজ থেকে সায়রা নূরের মৃতদেহ উদ্ধার করে।

নিহত সায়রার বাবা বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন জাকির হোসেন। তাঁদের বাসা ঢাকার উত্তরায়। সায়রা নিহত হওয়ার খবর শুনেই ক্যাপ্টেন জাকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। জানা গেছে, তিনি সায়রার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

ক্যাপ্টেন জাকিরের এক সহকর্মী কালের কণ্ঠকে জানান, সায়রা তাঁর মামার সঙ্গে যুক্তরাষ্ট্রের সানদিয়াগো শহরে থাকতেন। বাংলাদেশে স্কলাসটিকা স্কুলে পড়াশোনা করেছেন সায়রা। এরপর বাবার মতো বৈমানিক হওয়ার স্বপ্ন নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি আমেরিকার ফ্লাইং একাডেমিতে ভর্তি হন। তিনি জানান, দুর্ঘটনার দিন উড়োজাহাজটিতে তাঁর প্রশিক্ষক ছিলেন না। অন্য দুই প্রশিক্ষকের সঙ্গে পর্যবেক্ষণমূলক উড্ডয়নে অংশ নিয়েছিলেন সায়রা। উড়োজাহাজটির পেছনের আসনে বসেছিলেন তিনি।মন্তব্য