kalerkantho


অটোরিকশায় পত্রিকা টিভি

কালের কণ্ঠ ডেস্ক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০অটোরিকশায় পত্রিকা টিভি

অটোরিকশায় টবে গাছ রাখা শৌখিন চালকের খবর আমরা এরই মধ্যে জেনেছি। সেটি ঢাকার ঘটনা। কিন্তু এবার ভারতের চেন্নাইয়ের রাস্তায় চলা এক অটোরিকশায় পাওয়া গেছে ওয়াই-ফাই সেবা, সংবাদপত্র, টিভি, মোবাইল চার্জের পয়েন্ট। ওই অটোরিকশার চালক আন্নাদুরাই। শিক্ষকদের তিনি বিনা মূল্যে সফর করান।

সাত বছর ধরে চেন্নাইয়ের তিরুভানমিউর-শোলিংগানাল্লুর রুটে অটোরিকশা চালাচ্ছেন আন্না। তাঁর অটোরিকশায় ফ্রি ওয়াই-ফাই সেবা দেওয়া হয়। যাত্রীরা পড়তে পারে ১০টি সংবাদপত্র ও ৪০টি ম্যাগাজিন। আছে টিভি, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোন চার্জ দেওয়ার পয়েন্টের মতো বিবিধ সুবিধা।

আন্নার পরিবারের আদি বাস তাঞ্জাভুর জেলার এক ছোট শহরে। তাঁর বয়স যখন মাত্র চার বছর তখন পুরো পরিবার চেন্নাইয়ে এসে বসবাস শুরু করে। রোজগারের তাগিদে বছর সাতেক আগে অটোরিকশা চালাতে শুরু করেন তিনি।

শিশু দিবসে শিশুদের, মা দিবসে শিশু কোলে মায়েদের এবং বাবা দিবসে বাবাদের বিনা মূল্যে অটোরিকশায় গন্তব্যে পৌঁছে দেন আন্না। ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিক যুগলও বিনা মূল্যে সফরের সুযোগ পায় তার অটোরিকশায়। সূত্র : এই সময়।মন্তব্য