kalerkantho


সহজ ও সস্তা বিয়ে

কালের কণ্ঠ ডেস্ক   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০সহজ ও সস্তা বিয়ে

প্রতিবছর প্রায় তিন হাজার দম্পতি মধ্যপ্রাচ্য থেকে সাইপ্রাসে যায় শুধু বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়া নাগরিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কেউ যদি সহজে বিয়ে করতে চান, তাঁদের জন্য এটাই সবচেয়ে দারুণ জায়গা।

এমনই বিয়ের বর-কনে আবদুল কাদের ও র‌্যাশেল দুজনই লেবানিজ। আবদুল কাদের সুন্নি মুসলিম আর র‌্যাশেল ম্যারোনাইট খ্রিস্টান। দুজনের কেউই তাঁদের মা-বাবার ধর্ম ছাড়তে চান না আবার তাঁরা বিয়েও করতে চান ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়া। তাই তাঁরা সাইপ্রাসে বিয়ে করতে আসেন।

মধ্যপ্রাচ্য থেকে যাঁরা সাইপ্রাসে বিয়ে করতে যান তাঁদের বেশির ভাগই লেবানন ও ইসরায়েলের নাগরিক। তাঁরা মনে করেন, এখানে বিয়ে করা অনেক সহজ এবং অনেক কম খরচে সেটি হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই বিয়ে নিজেদের দেশে আইনগতভাবে বৈধ। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগে মাত্র ১০ থেকে ১৫ মিনিট। সূত্র : বিবিসি।মন্তব্য