kalerkantho


শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রমে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রমে নিষেধাজ্ঞা

শিক্ষাপ্রতিষ্ঠানে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে একটি আদেশ জারি করা হয়েছে।

কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে জারি করা আদেশে বলা হয়েছে, ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংগঠন কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু মহিলাদের জিহাদে অংশগ্রহণসহ সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে মর্মে জানা যায়। এসব কার্যক্রমের ফলে দেশে  অস্থিতিশীল পরিস্থিতি ও শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ অরাজক পরিস্থিতির উদ্ভব হতে পারে। অনতিবিলম্বে এই অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরূপ কর্মকাণ্ড যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।মন্তব্য