kalerkantho


সবিশেষ

সংক্রমণ ঠেকাবে বুকের দুধ

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ মার্চ, ২০১৬ ০০:০০শিশু তার ছয় মাস বয়সে কানের সংক্রমণে ভুগলে পরবর্তী জীবনে বারবার একই সমস্যায় তার আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। অথচ বুকের দুধ খাওয়ালে এ আশঙ্কা অনেকটা কমে যায় বলে দাবি করেছেন একদল বিজ্ঞানী।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চের গবেষকদের দাবি,  বেশি বেশি বুকের দুধ খাওয়ানো, প্রতিষেধক প্রদান এবং মায়েদের কম ধূমপান শিশুর কানে সংক্রমণের ঝুঁকি কমায়। বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিভাগের অধ্যাপক তাসনি শনমাইট্রি জানান, ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত তাঁরা ৩৬৭টি শিশুকে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণের শুরুতে ওই সব শিশুর বয়স এক মাসের কম ছিল। এসব শিশুর পরিবারে কানে সংক্রমণের ইতিহাস, বুকের দুধ ও প্রক্রিয়াজাত দুধ খাওয়ানোর তথ্য এবং মায়ের ধূমপানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। গবেষণা চলাকালে শিশুদের নাক ও গলার শ্লেষ্মা বিশ্লেষণও করা হয়। সব তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণ শেষে গবেষকরা সিদ্ধান্তে আসেন, বুকের দুধ কম খাওয়ানো তো বটেই, পাশাপাশি শিশুর শ্বাসতন্ত্রের ওপরের অংশে সংক্রমণ ও সাধারণ ঠাণ্ডাও তার কানে সংক্রমণে ভূমিকা রাখে। অথচ এক নাগাড়ে দীর্ঘদিন ধরে বুকের দুধ খাওয়ানোর ফলে শিশুর ঠাণ্ডার সমস্যা যেমন কম হয়, তেমনই কানে সংক্রমণের ঝুঁকিও কমে যায়। এসবের সঙ্গে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা এবং মায়ের ধূমপান কমানোটাও এ ক্ষেত্রে ভূমিকা রাখে। সূত্র : দ্য হিন্দু।মন্তব্য