ঋণী তারই কাছে আজীবন

বড় বোন সন্জীদা খাতুনের হাত ধরে তাঁর রবীন্দ্রভুবনে প্রবেশ। গান শিখেছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, কলিম শরাফী ও ফিরোজা বেগমের কাছে। ষাটের দশকে যখন রবীন্দ্রনাথের গান গাওয়া যেত না, তখন তিনি এ গানকে ছড়িয়ে দিয়েছেন। পূর্ব পাকিস্তানের বাংলা সিনেমার প্রথম রবীন্দ্রসংগীতটিও তাঁর। ছায়ানটের শুরু থেকেই আছেন। কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী ফাহিমদা খাতুনের মুখোমুখি হয়েছেন ওমর শাহেদ। ছবি তুলেছেন কাকলী প্রধান
notdefined

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ