kalerkantho


বরিশাল সিটি করপোরেশনে বিক্ষোভ স্থগিত

বরিশাল অফিস   

১২ জুন, ২০১৮ ০০:০০বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিলে সোমবার তারা এ কর্মসূচি স্থগিত করে। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রবিবার সব দাপ্তরিক কাজ বন্ধ রেখে নগর ভবনের দোতলায় অবস্থান নেয় কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তারা নগর ভবনে মেয়রের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। গতকালও তারা একই দাবিতে বিক্ষোভের উদ্যোগ নিলে করপোরেশনের জ্যেষ্ঠ কাউন্সিলররা আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা বলেন, ‘প্রতিবারই দাবি পূরণের আশ্বাস দেওয়া হয় কিন্তু বাস্তবে বকেয়া বেতন-ভাতা পরিশোধের উদ্যোগ নেওয়া হয় না। এরপরেও এবার আশ্বাসে বিশ্বাস রেখে আন্দোলন স্থগিত করা হয়েছে।’ বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান জানান, কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে। শিগগিরই বিষয়টি সমাধান করা হবে।’

মেয়র আহসান হাবিব কামাল বলেন, ‘রাজস্ব আয় না বাড়ার কারণে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া পড়েছে। বকেয়া পরিশোধসহ যাবতীয় বিষয় নিয়ে বৈঠক হয়েছে। বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে।’মন্তব্য