kalerkantho

কর্মসূচি

বরিশাল অফিস   

১৩ মার্চ, ২০১৮ ০০:০০বকেয়া বেতন-ভাতার দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার দুপুর ১টায় নগর ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগামীকাল বুধবার সব কর্মচারী শাখাগুলো তালাবদ্ধ করে কর্মবিরতি পালন করবেন। লিখিত বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা জানান, ২১ দিন ধরে তাঁরা বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য নগর ভবনের দোতলায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবিদাওয়া মেনে নেয়নি। তাই ছয় মাসের বকেয়া বেতন ও ২৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে রবিবার মানববন্ধন করেছেন বরিশাল সিটি করপোরেশনের স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।মন্তব্য