kalerkantho


এলবিডাব্লিউ ১ থেকে ১০ হাজার

টেস্টে প্রথম এলবিডাব্লিউ হন ইংল্যান্ডের ওপেনার হ্যারি জাপ। ১৮৭৭ সালে ঐতিহাসিক প্রথম টেস্টে তাঁকে এলবিডাব্লিউ করেন অস্ট্রেলিয়ান পেসার টম গ্রেট। গত ১৪০ বছরে অনেক ব্যাটসম্যানই করেছেন ১০ হাজার রান। ৫০০-র বেশি টেস্ট উইকেট নেওয়া বোলারও কম নন। তবে গত ২৯ ডিসেম্বর পোর্ট এলিজাবেথ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বিরল এক রেকর্ডে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক হাশিম আমলা। তৃতীয় দিনে ৫১তম ওভারে নুয়ান প্রদীপের বলে এলবিডাব্লিউ হন তিনি। তাতে টেস্টে এলবিডাব্লিউর ১০ হাজার নম্বর শিকার হয়েছেন আমলা।

৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০এলবিডাব্লিউ ১ থেকে ১০ হাজার

 

 

 মন্তব্য