kalerkantho


জোকস: আমার কথা ভুইলাই গেলা, সুইট হার্ট?

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৭:০৮জোকস: আমার কথা ভুইলাই গেলা, সুইট হার্ট?

প্রতীকি চিত্র

ছুটির দিন বিকালের চমৎকার পরিবেশে মন্টুর বাপ আর মা খোশগল্প করছে। আলোচনার বিষয় একপর্যায়ে গিয়ে ঠেকল ‘লোকজনের প্রতারণা আর ধোঁকা’ প্রসঙ্গে।

মন্টুর মা: লোকজন ঠিকই বলে আসলে- যেখানে একবার কেউ ধোঁকা খায় সেখানে আর দ্বিতীয়বার যায় না! 

মন্টুর বাপ: একদম ভুল কথা!

মন্টুর মা? ভুল! কীভাবে?

মন্টুর বাপ: আমি নিজে-ই তো একবার ভুল করে যে জায়গায় গেছি হেই জায়গায় বারবার যাই!

মন্টুর মা: কোথায় সেটা?

মন্টুর বাপ: আবার কোথায়? আমার শ্বশুরবাড়ী!

                                                (২)

স্বামী: ভাল কাজের জন্য বাড়ির বাইরে যাচ্ছো, দোয়া-কালাম পড়ে নাও!

স্ত্রী: বিয়ের দিনও তো তাই করেছিলাম!

                                                (৩)

হেলমেট জামানের বউ চুমকি দুই দিনের জন্য বাপের বাড়ি গেছে। কিন্তু এখন সাতদিন হয়ে এল। সন্ত্রাসী হলেও তার মনেও রোমান্স জাগে। তো খোশগল্প করতে বউকে ফোন দিল

হেলমেট-জামান: আমার কথা ভুইলাই গেলা, সুইট হার্ট?

চুমকি: আরে না, তোমারে না দেইখা থাকা যায়, মজনু আমার!

হেলমেট জামান: তাইলে যখন আমার কথা মনে পড়ে তখন কী কর?

চুমকি: তোমার ছবি বাইর কইরা তার দিকে চাইয়া থাকি!

হেলমটে জামান: কিন্তুক আমার গলা তো শুনতে পাও না, জান! তোমার জানুর আওয়াজ শুনতে মন চায় না? তখন কী কর?

চুমকি: কুনু সমস্যা নাই। ছোট ভাইয়ের পোষা কুত্তাটারে লাথি দেই গোটা কয়েক। তারপর...

                                                (৪)

কুখ্যাত সন্ত্রাসী হেলমেট-জামান তখন তরুণ- সবে ছোটখাটো চুরি-ছিনতাই শুরু করেছে। একদিন দুপুরে বড় দাও মারতে এক বাসায় ঢুকে পড়লো। পুরো ফ্ল্যাটে শুধু ‘স্বামী-স্ত্রী’ রয়েছে। প্রথমে পুরুষটাকে পরে তার সঙ্গীনিকে বেঁধে ফেললো সে। এরপর হাত-পা বাঁধা লোকটির চোখের সামনে বিশাল ছুরি নাচিয়ে হুঙ্কার ছাড়লো: সোনা-দানা, টাকা-ডলার, মোবাইল কোথায় কী আছে জলদি বল!

সব নিয়ে নাও, সব দিয়ে দেব। শুধু ওর বাঁধনটা খুলে দাও। ওকে চলে যেতে দাও, প্লিজ...

পুরা লাইলি-মজনুর প্রেমকাহিনী দেখতেছি মনে হইতাছে!

প্লিজ, কথা বাড়িয়ো না! আমার এটিএম কার্ডটাও দেব পাসওয়ার্ডসহ। শুধু ওর বাঁধনটা খুলে দাও তাড়াতাড়ি...

এ তো দেখছি পুরাই ভেড়া! বউকে এত ভালোবাসে মানুষ! 

আরে ও আমার বউ না, পাশের ফ্লাটের ভাবী। আমারটা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে! জলদি ভাই, তোর পায়ে পড়ি, ভাবীর বাঁধনটা খুলে দে...

ধুরন্ধর অপরাধী হেলমেট জামানের মাথা ঘুরে উঠলো, জ্ঞান হারিয়ে পড়ে গেল সে ফ্লোরে। মন্তব্য