kalerkantho


জোকস: লেডিস সিটে বসেছো কেন আঙ্কেল?

কালের কণ্ঠ অনলাইন   

১০ মে, ২০১৮ ১৫:০২জোকস: লেডিস সিটে বসেছো কেন আঙ্কেল?

প্রতীকি চিত্র

বাস কন্ডাক্টর: লেডিস সিটে বসেছো কেন আঙ্কেল? তোমরা তরুণরা যদি এমন করো...

মন্টু: ফেসবুকে লিজা নামের যে মেয়ের সঙ্গে রসালো চ্যাট করছো গত একমাস ধরে- সেটা কিন্তু মামা আমি। তোমরা মুরুব্বিরা যদি এই বয়সে এমন করো...

এই শক সামলাতে পারলো না কন্টাডক্টর- মাথা ঘুরে পড়ে গেল...

                     (২)

যে সারাক্ষণ হাসে তাকে হাসমুখ (হাসিমুখ) বলে।

আর যার হাসি বন্ধ হয়ে গেছে তাকে কী বলে?

এমন লোকের নাম হাসব্যান্ড হয়।

মানে?

মানে একদম সোজা- হাসব্যান্ড মানে যার হাসি ব্যান্ড মানে বন্ধ হয়ে গেছে...

                     (৩)

খুব ভোরে বান্ধবীকে ফোন করে কান ঝালাপালা করে ফেললো মন্টুর মা। তার চিৎকারে সুন্দরী হিসেবে খ্যাত মলির কান ফেটে যাওয়ার যোগার।

মলি: ঘটনা কী আগে খুইলা ক দেখি!

মন্টুর মা: ঘটনা আবার কী! স্বপ্নে দেখলাম আমার জামাই তোর লগে ঘুইরা বেড়াইতাছে... হাতে হাত ধরাধরি কইরা!

মলি: আরে এটা তো তোর স্বপ্নের ব্যাপার। এ নিয়ে এত...

মন্টুর মা: আমার স্বপ্নেই এসব দেখলাম আর তার নিজের দেখা স্বপ্নে না জানি কী কী দেখে ও... হায় আল্লাহ, আমার এখন কী হবে... উঁ... উঁ...তোর একটুও খারাপ লাগলো না...মন্তব্য