kalerkantho


বিল্টু ও বিল্টুর বউ ভোরে হাটতে গিয়ে ...

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৮ ১১:০৪বিল্টু ও বিল্টুর বউ ভোরে হাটতে গিয়ে ...

বিল্টু আর বিল্টুর বউ ভোরে হাটতে বেরিয়েছে। হঠাৎ বিল্টু দেখতে পেলো একটা কুকুর তাদের দিকে তেড়ে আসছে। নির্ঘাত কামড় দেবে বুঝে, বিল্টু হঠাৎ তার বউকে দু'হাতে মাথার ওপর তুলে নিয়ে দাঁড়িয়ে গেল। কামড়ালে তাকে কামড়াক। বউ-এর গায়ে যেন আঁচড় না পড়ে।

এই পরিস্থিতিতে কুকুরটি কখনও পড়েনি। তাই ঘাবড়ে গিয়ে বার কতক ঘ্যাঁক ঘোঁক করে ধমক দিয়ে ফিরে গেলে। বিল্টু তার সুন্দরী বউকে নিচে নামালো‌। বিল্টু ভাবলো, তার একটা গিফট পাওনা হল বউ-এর কাছ থেকে। 

কিন্তু বউ তো রেগে মেগে অস্থির! চিৎকার করে বলছে, 'আজ পর্যন্ত কোনও মানুষ দেখিনি, যে কুকুর তাড়াতে ইট পাটকেলের বদলে নিজের বউকে ছুঁড়ে মারতে চায়।'মন্তব্য