kalerkantho

ইন্টারনেট খুঁজে দিলো হারানো পুতুল

কালের কণ্ঠ অনলাইন   

৬ এপ্রিল, ২০১৯ ১৫:৫১ | পড়া যাবে ২ মিনিটে



ইন্টারনেট খুঁজে দিলো হারানো পুতুল

সবার কাছেই প্রিয় কিছু খেলনা অথবা পোষা প্রাণী থাকে। যখন খেলনা অথবা পোষা প্রাণীকে হারিয়ে যাওয়ার পর আবার খুঁজে পাওয়া যায় তখন স্মৃতিকাতরতা গ্রাস করে। তবে শিশুদের হারানো খেলনা ফিরে পাবার আকাঙ্খা বেশি থাকে। আর এমনি একটি ঘটনা ঘটেছে আমেরিকায়।

চার বছর বয়সী ডিক্লান থর্সেনের একটি প্রিয় খেলনা গুরভার। সম্প্রতি ডিক্লান থর্সেন মায়ের সাথে ভ্রমণে যায় এবং সাথে নিয়ে যায় গুরভারকে। ১৪  হাজার ফুট উচু এক পাহরের উপরে গুরভারকে নিয়ে ছবি তুলতে যান তারা। কিন্তু ফিরে আসার সময় গুরভারকে আনতে ভুলে যান। 

ফলে থর্সেনের মায়ের চিন্তা হতে থাকে তার ছেলের জন্য। সেই সাথে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সিদ্ধান্ত নেন ইন্টারনেটের সহায়তা নেবেন। 

পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নেন। গুরভারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। 

সৌভাগ্যবশত তিনি অনেক সাড়া পান সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন পর্বত আরোহণকারীর গুরভারকে খুঁজে পান এবং সুরক্ষিত রাখেন। এর ফলে লিটল ডিক্লান ও তার মা উভয়ই খুশি হন।

পর্বত আরোহণকারী মাইকেল থমাস জানান, ‘গুরভারকে যখন খুঁজে পাওয়া যায় তখন এটি বরফে ঢাকা ছিল। ডিক্লান থর্সেন এই খেলনাটি ফিরে পেয়েছে।’

মন্তব্য