kalerkantho

গ্রামীণফোনের ফেসবুক পেজে দেড় কোটি ফ্যান

নিজস্ব প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৮ ০৩:০৯ | পড়া যাবে ১ মিনিটেগ্রামীণফোনের ফেসবুক পেজে দেড় কোটি ফ্যান

গ্রামীণফোনের ফেসবুক ফ্যান বা ভক্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। ফলে গ্রামীণফোনের ফ্যান পেজ এখন বাংলাদেশের সব ফেসবুক ফ্যান পেজের মধ্যে শীর্ষ লাইক পাওয়া পেজ। 

গতকাল মঙ্গলবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এ বছরের প্রথম দিকে ফোর-জি চালু হওয়ার পর ব্যক্তি, ব্যাবসায়িক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল সেবার ব্যাপক ব্যবহারের মাধ্যমে দেশে ইন্টারনেটের বিস্তার নতুন গতি পেয়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্ক দেশের প্রায় সব এলাকা ছড়িয়ে আছে এবং তিন কোটি ৭০ লাখ ইন্টারনেট গ্রাহকের পছন্দনীয় নেটওয়ার্ক হিসেবে স্থান করে নিয়েছে। 

গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও বলেন, ‘এটি আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল উপস্থিতির আরো একটি লক্ষণ। আমাদের ফেসবুক পেজ খুব ভালো একটি এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা শুধু গ্রাহকদের কম্পানির তথ্য বা তাদের প্রশ্নের উত্তর জানাই না, বিভিন্ন সামাজিক ইস্যুতেও তাদের সঙ্গে যোগাযোগ করি। মানুষ আমাদের নেটওয়ার্কের মতো এই পেজের ওপর নির্ভর করতে পারে বলেই এটাকে পছন্দ করে।’

মন্তব্য