kalerkantho


এবার ডুয়াল সিমের আইফোন এক্সএস আনল অ্যাপল (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৪৭এবার ডুয়াল সিমের আইফোন এক্সএস আনল অ্যাপল (ভিডিও)

ছবি অনলাইন

এবার নতুন এক আইফোন নিয়ে এল বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। গতকাল এক ইভেন্টে নিজেদের বানানো সবচেয়ে উন্নত আইফোন এক্সএস আনল অ্যাপল। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে আইফোন এক্সএস ম্যাক্স নামের আরেকটি আইফোন। নতুন দুই আইফোনেই রাখা হয়েছে ডুয়াল সিম সুবিধা।

তবে এ দুটি স্মার্টফোনের পাশাপাশি আনা হয়েছে আইফোন এক্সআর নামের আরেকটি আইফোনও। ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লের এই আইফোন আনা হয়েছে একাধিক রঙে।

আইফোন এক্সএস উন্মোচন করেন অ্যাপল প্রধান টিম কুক। অন্যদিকে আইফোন এক্সএস ম্যাক্স মডেলটি উপস্থাপন করেন অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার।

ডুয়াল সিম সুবিধার হলেও যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের আইফোনের মডেলগুলোতে শুধু একটি সিম কার্ড ট্রে-ই থাকছে। তবে ব্যবহারকারীরা বাড়তি একটি ই-সিম কার্ডের মাধ্যমে এই সুবিধা পাবেন। তবে চীনে এই আইফোনগুলো বিশেষভাবে দুই সিমের হোল্ডারযুক্ত করে আনা হবে।  

আইফোন এক্সএস উন্মোচনের সময় কুক আইফোন এক্স-কে এখন পর্যন্ত বানানো সবচেয়ে উন্নত আইফোন হিসেবে দাবি করেন।

আইফোন এক্সএস-এ রাখা হয়েছে ৫.৮ ইঞ্চির স্ক্রিন। তবে আইফোন এক্স এস ম্যাক্সের স্ক্রিন ৬.৫ ইঞ্চি।

নতুন আনা দুই আইফোনেই রাখা হয়েছে নিউরাল ইঞ্জিনযুক্ত নতুন একটি এ২ বায়োনিক চিপ। এই প্রসেসর সেকেন্ডে ‘পাঁচ ট্রিলিয়ন” ডেটা প্রসেস করতে পারে বলে জানান শিলার। এতে রয়েছে ৫১২জিবি স্টোরেজ।  


বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয় অ্যাপলের সেই অনুষ্ঠানটি। ভিডিওতে দেখুন আরো কিছু তথ্য-মন্তব্য