kalerkantho


চলন্ত গাড়িতে আইফোন সিক্সে বিস্ফোরণ

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৮ ১৮:১১চলন্ত গাড়িতে আইফোন সিক্সে বিস্ফোরণ

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের উন্নত প্রযুক্তির আইফোন বিশ্বজুড়ে সমাদৃত। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই তারা ফোনটি বাজারে ছাড়ে। তবে সেই আইফোন ৬ বিস্ফোরিত হয়েছে। চীনের সাংহাইয়ে একটি চলন্ত গাড়ির মধ্যে ফোনটি বিস্ফোরিত হয়।

ওই ঘটনার ভিডিও পরে ভাইরাল হয়। এতে দেখা যায়, গাড়ির ড্যাশবোর্ডে আইফোন ৬ মডেলের ফোনটি রাখা ছিল। বিস্ময়করভাবে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। এতে ফোনটি পুরোপুরি জ্বলে যায়।

ডিভাইসটিতে হঠাৎ করে আগুন ধরার কারণ জানা যায়নি। ফোনটির ব্যবহারকারী জানিয়েছেন, মাস ছয়েক তিনি চীনের স্থানীয় এক দোকান থেকে ডিভাইসটির ব্যাটারি পরিবর্তন করে নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ব্যাটারি পরিবর্তনের কারণেই এমনটা হয়ে থাকতে পারে।মন্তব্য