kalerkantho


বিশ্বের প্রথম এক ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হলো অ্যাপল

কালের কণ্ঠ অনলাইন   

২ আগস্ট, ২০১৮ ২২:২২বিশ্বের প্রথম এক ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হলো অ্যাপল

বিশ্বের প্রথম এক ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হয়েছে অ্যাপল। বৃহস্পতিবার বিকেলে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার দর দুইশ সাত ডলার বেড়ে যাওয়ার পর ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হয় অ্যাপল। খবর বিবিসির।

চলতি বছরের জুন মাস থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারের দর বাড়তে থাকে। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি ঘোষণাও দেয় অ্যাপল। তার পর মাত্র দুইদিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দর আরো ৯ শতাংশ বেড়ে যায়।

১৯৮০ সাল থেকে অ্যাপলের শেয়ারের দর ৫০ হাজার শতাংশ বেড়ে গেছে। অ্যাপলের নতুন রেকর্ডে খুশি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।মন্তব্য