kalerkantho


হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না স্মার্টফোন

কালের কণ্ঠ অনলাইন   

২৯ জুলাই, ২০১৮ ১১:২৭হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না স্মার্টফোন

হাত থেকে স্মার্টফোন পড়ে ভেঙে যাওয়ার চিন্তা শেষ হতে চলেছে। পরবর্তী প্রজন্মের এলইডি প্রযুক্তিতে তৈরি স্যামসাংয়ের নমনীয় এ স্মার্টফোন প্যানেল ডিসপ্লেটি পড়ে গেলেও ভাঙবে না। এরই মধ্যে চার ফুট ওপর থেকে করা ২৬টি ড্রপ টেস্টে সফলও হয়েছে প্যানেল ডিসপ্লেটি।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল মন্তব্য