kalerkantho


এবার সংবাদে জোর দিচ্ছে টুইটারও

কালের কণ্ঠ অনলাইন   

৩০ এপ্রিল, ২০১৮ ১৫:৫৮এবার সংবাদে জোর দিচ্ছে টুইটারও

ছবি অনলাইন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিউজফিডে বিভিন্ন সংবাদ ছড়িয়ে যথেষ্ট অর্থ উপার্জন করেছে। এবার এ পথে পা বাড়িয়েছে টুইটারও। আইওএস, অ্যান্ড্রয়েড আর ওয়েব- সব ধরনের প্লাটফর্মে সব টুইটার ব্যবহারকারী এই সেবা পাবেন।

সম্প্রতি ব্যবহারকারীদের হোম টাইমলাইনে তাদের শেয়ার করা সংবাদের লিংকগুলো হাইলাইট করার নতুন এক ফিচার চালু করেছে টুইটার।  এতদিন যে পদ্ধতি প্রচলিত রয়েছে তাতে হোম টাইমলাইনের সঙ্গে সরাসরি পোস্ট করা খবর সম্প্রচার করে টুইটার। সংবাদের সঙ্গে করা টুইটগুলোকে একত্র করে দেখাবে এই ফিচার।

এক্সপ্লোর ট্যাবে সাংবাদিকদের করা টুইট আর সংবাদ নজরে আনানোর মাধ্যমে টুইটার ব্রেকিং নিউজের মতো ঘটনাগুলো টাইমলাইনে দেখা যাবে।

প্রায়ই বহু মানুষ সংবাদ বা কোনো ঘটনা নিয়ে জানতে টুইটার ব্রাউজ করেন। আর এ চাহিদাই পূরণ করতে চাইছে টুইটার। এতে ব্যবহারকারীরা যেমন লাভবান হবে তেমন টুইটারও লাভবান হবে।মন্তব্য