kalerkantho


অভিজাত চেহারার ওয়ানপ্লাস ৬, ফাঁস হলো ছবি

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৮ ১৪:১৪অভিজাত চেহারার ওয়ানপ্লাস ৬, ফাঁস হলো ছবি

এর আগেও জনপ্রিয় ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ৬ নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ পেয়েছে। এ বছরের দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে বাজারে আসবে বলে ঘোষণা দিয়েছে নির্মাতা। সম্প্রতি ফোনটির আসল ছবি প্রকাশ পেলো। 

ডিজাইনে ধারণার চেয়েও ব্যাপক পরিবর্তন নিয়েই আসবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আগের সংস্করণ ওয়ানপ্লাস ৫টি এর স্টক শেষ। কাজেই পরের ফ্ল্যাগশিপের জন্যে প্রস্তুত ভক্তরা। 

ফাঁসকৃত ছবিতে একেবারে অভিজাত একটি ফোনের চেহারা দেখা গেছে। এর দেহের কিছু বাঁক আপনাকে হয়তো আগের ফোনের কথা মনে করিয়ে দেবে। পেছনের অংশটা অনন্য। নির্মাতার পছন্দের কাঠের মতো ডিজাইন দেওয়া হয়েছে। মসৃণ এবং সূক্ষ্ম কাঠের অংশ। যেন অতিযত্নে কারিগরের নিপুন হাতে তা অনবদ্য হয়ে উঠেছে। 

মজার বিষয় হলো, ওয়ানপ্লাস ৬-এ হেডফোন জ্যাক রাখা হয়েছে। আছে ইউএসবি টাইপ-সি পোর্ট, সিঙ্গেল স্পিকার। এ ফোনে আইফোন এক্স এর মতো খাঁজ রয়েছে। অবশ্য ইদানিং এমন ডিজাইন প্রায় সব প্রিমিয়াম ফোনেই দেখা যাচ্ছে। 

এর আগেই বলা হয়েছে, পেছনের ক্যামেরা লম্বালম্বিভাবেই বসানো হবে। এ ফোনের ক্রেতারা এবার আয়তাকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। 

ফাঁসকৃত তথ্যে আগেই জানানো হয়েছে, ৬.২৮ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে থাকছে এতে। পেছনে ২০ মেগাপিক্সেল এবং ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আর সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় রীতিমতো সেরামানের ছবি তোলা যাবে। কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর আছে। এর ৬৪জিবি স্টোরেজে ৬জিবি র‍্যাম এবং ২৫৬জিবিতে ৮জিবি র‍্যাম দেওয়া হয়েছে। ২৫৬জিবি সংস্করণটির দাম ৭৪৯ কানাডিয়ান ডলার হবে বলে জানা গেছে। অন্যদির দাম এখনও অজানা। 
সূত্র : গেজেটস মন্তব্য