kalerkantho


অনলাইনে আইএস প্রচারণা বন্ধ করবে ব্রিটিশ প্রযুক্তি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:০৯অনলাইনে আইএস প্রচারণা বন্ধ করবে ব্রিটিশ প্রযুক্তি

ছবি অনলাইন

অনলাইনে প্রচারণার মাধ্যমে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলো সদস্য সংগ্রহ করে। এতে বিপাকে পড়ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ নানা ইউরোপীয় দেশের নাগরিকরা।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এএসআই ডেটা সায়েন্স-এর সঙ্গে যৌথভাবে এ টুলটি তৈরি করেছে। এতে অনলাইনে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করা সম্ভব হবে এ প্রযুক্তিতে।

আরো পড়ুন : 'গ্রহাণুর মাধ্যমে পৃথিবীতে প্রাণ আসা সম্ভব'

সম্প্রতি টুলটির পরীক্ষা করা হয়েছে অনলাইনে। এতে ৯৪ শতাংশ ক্ষেত্রে যন্ত্রেই আইএসের প্রচারণা চিহ্নিত করা সম্ভব হয়েছে। ব্রিটিশ হোম অফিসের এক বিবৃতিতে এর নির্ভুলতার মাত্রা ৯৯.৯৯৫ শতাংশ বলে জানিয়েছে।

আরো পড়ুন : বিধ্বংসী পরমাণু বোমা বানাচ্ছে পাকিস্তান : মার্কিন সিনেটে তথ্য

যে কোনো প্ল্যাটফর্ম থেকে এ টুলটি কাজ করবে এবং আইএস ও এ ধরনের জঙ্গি তৎপরতা রুখে দিবে। এমনকি আইএস যেসব অডিও ও ভিডিওর মাধ্যমে প্রচারণা চালায় সেগুলোও নির্ণয় করতে পারে এ সিস্টেম।

সূত্র : ইনডিপেনডেন্টমন্তব্য