kalerkantho


আগামী বছরই আসছে ফাইভজি স্মার্টফোন

কালের কণ্ঠ অনলাইন   

১১ ফেব্রুয়ারি, ২০১৮ ২২:৩৩আগামী বছরই আসছে ফাইভজি স্মার্টফোন

ফাইভজি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি আসার প্রস্তুতিতে রয়েছে বিশ্বের টেলিকম কোম্পানিগুলো। আর ফাইভজির উপযোগী স্মার্টফোনও আনতে কাজ করছে শীর্ষ স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। ২০১৯ সালেই এই স্মার্টফোন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফাইভজি উপযোগী স্ন্যাপড্রাগন এক্স৫০ ৫জি এনআর স্মার্টফোন মডেম আনার ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা কোয়ালকম। ওই চিপ ব্যবহার করে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো ফাইভজি ফোন আনতে আগ্রহী হয়েছে।

আরও পড়ুন: তিনটি রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনছে হুয়াওয়ে!

কোয়ালকমের সঙ্গে আসুস, ফুজিত্সু, এইচএমডি গ্লোবাল-নকিয়া, এইচটিসি, এলজি, নেটকম ওয়্যারলেস, অপো, শার্প করপোরেশন, ভিভো, শাওমি, জেডটিই, সনিসহ বেশকিছু প্রতিষ্ঠান কাজ করছে।

বলা হচ্ছে, স্মার্টফোনের মোবাইল ব্রডব্যান্ড বৃদ্ধিতে ফাইভজি প্রযুক্তি ব্যবহার হতে পারে। এছাড়া পার্সোনাল কম্পিউটার (পিসি), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), আগমেন্টেড রিয়েলিটি (এআর) কিংবা অন্য ডিভাইসেও এটি ব্যবহার হতে পারে।

আরও পড়ুন: ২০১৮-তে কম দামের স্মার্টফোনেও আসছে যে ৯টি শীর্ষমানের ফিচার

ফাইভজিকে কেন্দ্র করে মোবাইল-টেলিকম ইন্ডাস্ট্রিতে নানামুখি কর্মপরিকল্পনা চলছে।মন্তব্য