kalerkantho


এবার ভাঁজ করা যাবে স্যামসাং এর স্মার্টফোন

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জানুয়ারি, ২০১৮ ২২:০৭এবার ভাঁজ করা যাবে  স্যামসাং এর স্মার্টফোন

শিগগিরই ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন আনছে মোবাইল ফোন নির্মাতা জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এক্স ভাঁজ করার সুবিধাযুক্ত স্যামসাংয়ের ফোনের ছবি প্রকাশিত হয়েছে। স্যামসাংয়ের নতুন এ ফোনে ভাঁজের সুবিধা থাকলেও তা ট্যাবলেটের চেয়ে দ্বিগুণ আকারের হবে। সিইসি ২০১৮ সম্মেলনে কোরীয় এ কোম্পানি এসব তথ্য প্রকাশ করেছে।

স্যামসাংয়ের এ গ্যালাক্সি এক্স ফোনটি ভাঁজ করার সময় ডিসপ্লে আড়াআড়িভাবে ৫ ইঞ্চি হবে। এতে থাকবে কিউএসডি ২৫৬০ ও ১৪৪০ পি রেস্যুলেশন। তবে ভাঁজহীন অবস্থায় ফোনের আকার হবে ৮ ইঞ্চি। ফোন এবং ট্যাবলেট উভয় ধরনে এইচডিআর ১০ টেকনোলজি সমর্থন করবে। এর পেছনে একক ক্যামেরার পাশাপাশি সামনে থাকবে দুটি ক্যামেরা। ফোনের পেছনে সেন্সর এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। এছাড়া সামনে থাকবে একটি স্পিকার ও আরো কয়েকটি সেন্সর।

স্যামসাংয়ের নতুন এ ফোন নিয়ে গুঞ্জন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লেও এটি ঠিক কখন বাজারে আসবে এবং মূল্য কত হবে তা এখনো জানা যায়নি।মন্তব্য