kalerkantho


ফিরে আসছে মেটাল বডির আইফোন

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৭ ১৩:৫০ফিরে আসছে মেটাল বডির আইফোন

ছবি অনলাইন

২০১৮ সালে অ্যাপল ফের মেটাল বডির আইফোন নতুন করে আনছে। আইফোন ৮ এবং আইফোন এক্স মডেলে এ পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সিনেট।

এছাড়া জানা গেছে, আইফোন এক্স-এর মতো একই ধরনের পর্দার তিনটি নতুন আইফোন আনবে অ্যাপল। সামনের বছর ভিন্ন মাপের পর্দার তিনটি নতুন আইফোন আনবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এই আইফোনগুলোর পর্দার মাপ হতে পারে ৬.৩ ইঞ্চি, ৬.১ ইঞ্চি ও ৫.৮ ইঞ্চি।

চলতি বছর প্রথমবারের মতো এলসিডি পর্দার পরিবর্তে আইফোন টেন-এ ওলেড পর্দা ব্যবহার করে অ্যাপল। আর আইফোনটিতে প্রায় কোনো বেজেলই রাখা হয়নি। বলা হচ্ছে একই নকশা অনুযায়ী সামনের বছর নতুন তিনটি আইফোন আনা হবে।

৬.১ ইঞ্চি মডেলে প্রথাগত এলসিডি পর্দাই ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। আইফোন ৮ ও ৮ প্লাসেও এলসিডি পর্দা ব্যবহার করেছে অ্যাপল।

প্রতিবেদনে আরও বলা হয়, ৬.১ ইঞ্চির এলসিডি পর্দার আইফোনটির পেছনে ধাতব প্যানেল রাখা হবে। ফলে এতে অ্যাপলের নতুন ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা নাও থাকতে পারে। এ বছর ওয়্যারলেস চার্জিংয়ের জন্য আইফোন এক্স এবং আইফোন ৮-এর পেছনে গ্লাস প্যানেল রেখেছে প্রতিষ্ঠানটি।

আইফোন এক্স-এর বর্তমান বাজার মূল্য ৯৯৯ মার্কিন ডলার। নতুন আইফোনগুলোর মূল্য কেমন হতে পারে তা প্রকাশ করা হয়নি।

সূত্র : সিনেট ও ওয়েবসাইটমন্তব্য