kalerkantho


ই-স্পোর্ট ছাড়িয়ে যাবে ফুটবলকেও!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৭ ১১:০১ই-স্পোর্ট ছাড়িয়ে যাবে ফুটবলকেও!

ছবি অনলাইন

এখন যুগটাই যেন 'ই'-এর। ই-মেইল ছাড়িয়ে গেছে সাধারণ চিঠিকে। সাধারণ ব্যবসা-বাণিজ্যকে হুমকির মুখে ফেলছে অনলাইন ব্যবসা। সাধারণ গাড়িকে উৎপাদন ছাড়িয়ে যাবে ইলেক্ট্রিক গাড়ি। একইভাবে সাধারণ খেলাকে ছাড়িয়ে যাওয়ার উপক্রম করেছে ই-স্পোর্ট।

বিশ্লেষকরা বলছেন, ই-স্পোর্ট এখন যে হারে প্রসার লাভ করছে তা সত্যিই অবাক করার মতো। এ হারে বৃদ্ধি পেতে থাকলে বাণিজ্যের দিক দিকে ২০২০ সালে তা সাধারণ ফুটবল খেলাকেও পেছনে ফেলবে। ই-স্পোর্ট বাণিজ্য সে সময় ১.৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

সেনাদের জন্যে 'বায়োনিক অঙ্গ'!

ই-স্পোর্ট কি? ভিডিও গেম হিসেবে আপনি যে খেলাটিকে চেনেন, সেটিরই ভিন্ন এক রূপ ই-স্পোর্ট।

কিভাবে খেলা হয় এটি? অনলাইনে সংযুক্ত হয়ে বিশ্বের নানা প্রান্তের খেলোয়াড়দের সঙ্গে খেলা হয়।

কিভাবে এটি সাধারণ খেলাকে ছাড়াবে? এটি শুধু দুজন খেলোয়াড়ের অনলাইনে প্রতিযোগিতা নয়। এর বহু দর্শকও রয়েছে। সারা বিশ্বের কোটি কোটি দর্শক এ খেলা উপভোগ করছে। ফলে ফুলেফেঁপে উঠছে এর ব্যবসা।

বন্যায় ভাসবে কোন শহর, জানাবে নাসা

বিশ্বের বিভিন্ন স্থানে ই-স্পোর্টের প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। সেখানে এ খেলায় তুখোড় খেলোয়াড়েরা অংশ নিয়েছেন।

ইতোমধ্যেই ভিডিও গেইমারদের জন্য বড় ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। 'আলিস্পোর্টস ওয়ার্ল্ড ইলেকট্রনিক স্পোর্ট গেইমস' নামের এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল ৫৫ লাখ ডলারের পুরস্কার।

ই-স্পোর্ট খেলোয়ার ওলাজিডা 'কেএসআই' ওলাতুনজি এ খেলার মাধ্যমে মাত্র ২১ বছর বয়সে মিলিওনিয়ার বনে গেছেন। লন্ডনে পেন্টহাউজ অ্যাপার্টমেন্ট রয়েছে তার। স্রেফ ভিডিও গেম খেলেই এত অর্থের মালিক হয়েছেন তিনি।
সূত্র : বিবিসিমন্তব্য