kalerkantho


অচেনা শব্দে চলল বিবিসির ব্রডকাস্ট! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৭ ১০:১৯অচেনা শব্দে চলল বিবিসির ব্রডকাস্ট! (ভিডিও)

বিবিসির সকালের লাইভ রিপোর্ট প্রচার করছিলেন রাজনৈতিক প্রতিবেদক এমা ভার্দি। আচমকা লাইভ ব্রডকাস্টে থেমে থেমে আসতে শুরু করে অশ্লীল শব্দ। লাইভ ব্রডকাস্টে অশালীন শব্দ শুনে চমকে ওঠেন শ্রোতারা। প্রায় একমিনিট ধরে ভেসে আসে ওই শব্দ। বিবিসির ব্রেকফাস্ট বুলেটিনে ওয়েস্ট মিনিস্টার অ্যাাবি থেক ওই লাইভ সম্প্রচার চলছিল। আর ওই লাইভ সম্প্রচার দেখছিলেন কয়েক হাজার দর্শক। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মজা করতেও ছাড়েননি দর্শকরা। টুইটারে এক দর্শক প্রশ্ন রাখেন অশালীন শব্দগুলো পার্লামেন্ট ভবন থেকে আসছিল কিনা? কিন্তু সবাই চমকে উঠলেও এমা ভার্দি কিন্তু মোটেও ঘাবড়ে যাননি। পেশাদার সাংবাদিকের মতো শান্তভাবে তার সরাসরি প্রতিবেদনটি শেষ করেন তিনি।
 

 মন্তব্য