kalerkantho


'বায়োস্কোপ' প্রকল্পের জন্য জাতীয় আইসিটি পুরস্কার লাভ করল বঙ্গ

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ২২:১৬'বায়োস্কোপ' প্রকল্পের জন্য জাতীয় আইসিটি পুরস্কার লাভ করল বঙ্গ

বঙ্গ (স্টেলার ডিজিটাল লিমিটেড), বাংলাদেশের প্রধান ডিজিটাল বিনোদন সেবা প্রদানকারী সংস্থা তাদের 'বায়োস্কোপ' পরিসেবার জন্য জাতীয় আইসিটি পুরস্কার লাভ  করেছে। 'বায়োস্কোপ' একটি সরাসরি সম্প্রচারকৃত টিভি অনুষ্ঠান এবং  ভিডিও অন ডিমান্ড অ্যাপ, যার মাধ্যমে গ্রাহক বিভিন্ন বিনোদন ধর্মী অনুষ্ঠান এবং খেলাধুলা দেখতে পাবেন। ঢাকাস্থ বাংলাদেশ ইন্সটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন বি.এ.এস.আই.এস. (বেসিস)।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, বাংলাদেশ সরকারের  ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এমপি। অনুষ্ঠানে আরো ঘোষণা করা হয় যে বেসিস আগামীতে অনুষ্ঠিতব্য এ.পি.আই.সি.টি.এ  পুরস্কার, যা এশিয়া মহাদেশের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আই.টি পুরস্কার হিসাবে স্বীকৃত, সেটি বাংলাদেশে আয়োজন করছে। জাতীয় আই.সি.টি পুরস্কারপ্রাপ্তরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের সেরা প্রমাণ করার সুযোগ পাবেন। এশিয়া মহাদেশের ষোলটি দেশের সর্বমোট ৬০০ প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশ গ্রহন করবে।
 
বঙ্গ, গ্রামীণফোনের সঙ্গে যৌথ উদ্যোগে 'বায়োস্কোপ' অ্যাপের উদ্ভাবন করে ২০১৬ সালের শেষের দিকে এবং তার আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়। এই বছরের আগস্ট মাসে বঙ্গ দেশের প্রথম ও.টি.টি. সেবা প্রদানকারী সংস্থা যারা লাইভ টিভির পাশাপাশি চাহিদার ভিত্তিতে বিনোদন সেবা প্রদান করছে। বতর্মানে এই সেবার গ্রাহকের সংখ্যা ত্রিশ লক্ষাধিক এবং গুগল প্লে স্টারের বাংলাদেশের এক নাম্বার অ্যাপ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। ব্যবহারকারীদের মাঝে উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া এই এ্যাপের মাধ্যমে গ্রাহকেরা যে কোন ডিভাইস ব্যবহার করে সরাসরি টিভি অনুষ্ঠান, খেলাধুলা এবং সেই সঙ্গে জনপ্রিয় ছায়াছবি, নাটক এবং গান উপভোগ করতে পারবেন।

এই পরিসেবাটি উপভোগ করতে হলে   www.bioscopelive.com  ওয়েব সাইটে ক্লিক করুন অথবা গুগল প্লে স্টোর থেকে সরাসরি 'Bioscope LIVE TV' অ্যাপটি ডাউনলোড করুন।মন্তব্য