kalerkantho


বিশ্বের প্রথম উইজেট স্পিনার মোবাইল

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৭ ১৬:৩৮বিশ্বের প্রথম উইজেট স্পিনার মোবাইল

বিশ্বের প্রথম উইজেট স্পিনার মোবাইল ভারতে লঞ্চ করা হলো। জনপ্রিয় উইজেট স্পিনার দেখতে এই ফোনে কলিং এবং ম্যাসেজের সুবিধা রয়েছে। তার সাথে আপনি এটা নিয়ে খেলতেও পারবেন।

ফোনের মধ্যে একটি ছোট ডিসপ্লে স্ক্রিন এবং একটি স্বাভাবিক কীপ্যাড রয়েছে। এই দুটির মাঝখানে এমন একটি টুল বানানো হয়েছে যা ফোনকে ঘোরাতে সাহায্য করবে।

এই ফোন স্মার্টফোনের জন্য একটি ব্লুটুথ ডিভাইস হিসাবে কাজ করে। নতুন ডিজাইনের ফোনটি লঞ্চ করেছে হংকং এর চিলি ইন্টারন্যাশনাল কোম্পানি।

ফোনে শুধুমাত্র একি সিম সাপোর্ট করবে মেমরি কার্ডের জন্য একটি স্লটও রয়েছে। ৩২ এমবি র্যাম এবং মেমরি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়।

280mAh ব্যাটারির সাথে সাথে MP3 সাপোর্ট করবে। কিন্তু ৩.৫ মিমি জ্যাক দেওয়া হয় না। ফোনে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে।

অক্টোবরের শুরুতে এই ফোন ভারতে অনলাইন স্টোরে পাওয়া যাবে। ফ্লিপকার্ট, স্ন্যাপডিলের মতো স্টোর থেকেও কেনা যাবে। ভারতে এর মূল্য ১১০০ থেকে ১২০০ রুপি। এই ফোন লাল, গোলাপী, সুবর্ণ, কালো এবং নীল রঙে পাওয়া যাবে।

- ইন্টারনেট থেকেমন্তব্য