kalerkantho


রোহিঙ্গা মুসলিম নির্যাতনের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি    

১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:০০রোহিঙ্গা মুসলিম নির্যাতনের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে জামালপুর জেলা শহরে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরে জেলা ইত্তেফাকুল উলামা'র উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা ইত্তেফাকুল উলামা'র সভাপতি মুফতি শামছুদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ অালী খান, মাওলানা আনোয়ার হোসাইন আরেফী, মাওলানা আলাউদ্দীন, মাওলানা হাসান আলী, মাওলানা মুফতি আব্দুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আমানুল্লাহ কাশেমী প্রমুখ।

ওই প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন ও গণহত্যা বন্ধের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। সেই সাথে বক্তারা আরাকানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে সেখানে রোহিঙ্গা মুসলিমদের ফেরত পাঠানোর সর্বাত্নক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশসহ জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।মন্তব্য