kalerkantho


নতুন স্মার্টফোনে 'অ্যান্ড্রয়েড ওয়ান' আনবে জিয়াওমি

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৭ ১৭:২২নতুন স্মার্টফোনে 'অ্যান্ড্রয়েড ওয়ান' আনবে জিয়াওমি

এমনিতেই বিশ্বজুড়ে ব্যাপক নাম কামিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিয়াওমি। ভারত, বাংলাদেশসহ আশাপাশের দেশে এর ব্যাপক চাহিদা। জনপ্রিয়তা আরো বৃদ্ধিতে সম্ভবত নতুন কোনো কৌশল নিয়েছে তারা। এক প্রতিবেদনে বলা হয়, ভারত-ভিত্তিক বাজারগুলোতে গুগলের আলোচিত 'অ্যান্ড্রয়েড ওয়ান' নিয়ে নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা হাতে নিয়েছে জিয়াওমি। 

অনেকেই জানেন না, গুগল সেই ২০১৪ সালে অ্যান্ড্রয়েড ওয়ান-সহ স্মার্টফোন বাজারে ছাড়ে। কম বাজেটের ফোনে অ্যান্ড্রয়েডের পরিপূর্ণ স্বাদ দিতেই এটা করে গুগল। এতে নিয়মিত আপডেট পাওয়ারও ব্যবস্থা রাখা হয়। পরের বছর ভারতের মাইক্রোম্যাক্স, স্পাইস এবং কার্বনের মতো স্মার্টফোন নির্মাতারা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন বাজারে আনে। 

এবার এর প্রতি আগ্রহী হয়ে উঠেছে জিয়াওমি। ক্রিসপি টেকের ওয়েবসাইটে বলা হয়, জিয়াওমি এমআই ৫এক্স মডেলেই হয়তো অ্যান্ড্রয়েড ওয়ান দেওয়া হবে। তখন তাকে জিয়াওমি এ১ বা জিয়াওমি টিজোট বলেও ডাকা হতে পারে।

মধ্যম মানের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর দেওয়া হতে পারে। তাতে থাকতে পারে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। 

যদিও গুগল এ নিয়ে এখনও মুখ খোলেনি। অন্যদিকে এই দুই টেক জায়ান্ট মিলে ভারতের বাজারে নতুন এক স্মার্টফোনের মাধ্যমে 'অ্যান্ড্রয়েড ও' ছাড়ার চিন্তাভাবনা করছে। 
সূত্র : গেজেট মন্তব্য