kalerkantho


লেটেস্ট অ্যান্ড্রয়েড নিয়ে মটোরোলার কম বাজেটের ফোন

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৭ ১৩:০৯লেটেস্ট অ্যান্ড্রয়েড নিয়ে মটোরোলার কম বাজেটের ফোন

লেনোভো ব্র্যান্ডের মটোরলা তাদের লেটেস্ট মডেলের বাজেট ফোন আনছে। ভারতীয় বাজারে আজই ছাড়া হবে মটো ই৪ প্লাস। এর সঙ্গে মটো ই৪ প্লাসও এসেছে কিছু দিন আগে। কম বাজেটের এ ফোন সবার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকছে। মটো ই৪ এর দাম জানা যায়নি। তবে ই৪ প্লাসের দাম পড়বে ১৭৯.৯৯ ডলার। বাংলাদেশের বাজারে ১৫ হাজারের ভেতরেই হওয়ার কথা। 

ই৪ এর দাম কম হলেও স্পেসিফিকেশন কিন্তু আকর্ষণীয়। ৫ ইঞ্চি পর্দায় মিলছে ৭২০ পিক্সেল বাই ১২৮০ পিক্সেল রেজ্যুলেশন। মিটিয়াটেক এমটিকে৬৭৩এম প্রসেসরের সঙ্গে রয়েছে ২ জিবি র‍্যাম। অভ্যন্তরে আছে ১৬ জিবি স্টোরেজ। মাওক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরো বাড়ানো যাবে। 

পেছনে ৮ মেগাপিক্সেলের ভালো মানের ক্যামেরা দেওয়া হয়েছে। আর সেলফির জন্য সামনে থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। 

অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে ৭.১ নুগেট। ব্যাটারিও মন্দ নয়, ২৮০০এমএএইচ। মটোরোলা ব্র্যান্ডের এত কমদামি ফোনের মধ্যে এত কিছু থাকতে আর কী লাগে? সূত্র : এনডিটিভি 


মন্তব্য