kalerkantho


মহাকাশ থেকে প্রশান্তে নেমে এলো স্পেসএক্স এর যান

কালের কণ্ঠ অনলাইন   

৪ জুলাই, ২০১৭ ১৯:৪১মহাকাশ থেকে প্রশান্তে নেমে এলো স্পেসএক্স এর যান

একটি স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল সেই মহাকাশ থেকে এসে পড়লো প্রশান্ত সাগরে। এটাতে করে পৃথিবী থেকে পণ্য পাঠানো হতো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। স্পেসএক্স টুইটারে জানায়, ড্রাগনটি পানিতে পড়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছেই। এটা অবশ্য কোনো দুর্ঘটনা নয়। পরিকল্পনামাফিক ওটাকে ফেলা হয়েছে। 

স্পেস স্টেশনের দানবীয় রোবটিক হাত থেকে এটাকে ছেড়ে দেওয়া হয়। ক্যাপসুলটি সাড়ে ৫ ঘণ্টার যাত্রায় পৃথিবীতে পৌঁছে। এটাকে তুলে তার জায়গায় নিয়ে যাবে স্পেসএক্স। মহাকাশের স্টেশন থেকে কার্গোগুলো পরীক্ষার জন্য নাসাতে পাঠানো হবে। 

মহাকাশ স্টেশনে পণ্য পরিবহনের দ্বিতীয় কিস্তি এটি। ২০১৪ সালের দিকে ক্যাপসুলটি যন্ত্রপাতি বহন করে নিয়ে যেতো। সূত্র : এমিরেটস


মন্তব্য