kalerkantho


শিশুদের মনোযোগ বাড়ায় ভিডিও গেমস!

কালের কণ্ঠ অনলাইন   

৩০ জুন, ২০১৭ ০২:৫৭শিশুদের মনোযোগ বাড়ায় ভিডিও গেমস!

বাড়িতে প্রত্যেক অভিভাবকেরাই বলে থাকেন, বাচ্চাদের ছেলেবেলা থেকে মাঠে খেলার অভ্যাস করতে। এর ফলে বাচ্চার শারীরিক এবং মানসিক উভয়েরই সঠিক বৃদ্ধি হয়। 

তবে এখনকার সময়ে বাচ্চারা মাঠে খেলতেই ভুলে গিয়েছে। তারা পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পায়, তা মোবাইল গেম , ভিডিও গেম প্রভৃতি ইন্ডোর গেমে মেতে থাকে। অনেকেই মনে করেন, বাচ্চাদের বেড়ে ওঠার জন্য ইন্ডোর গেম ভালো নয়। তবে, সম্প্রতি একটি তথ্য পাওয়া গিয়েছে, যেখানে বলা হচ্ছে, বাচ্চারা ভিডিও গেম খেললে, তাদের মধ্যে একাগ্রতা, মনোযোগ বাড়ে।

ভিডিও গেম বিনোদনের অন্যতম অঙ্গ। ছোট থেকে বড়, সব বয়সের মানুষই ভিডিও গেম খেলতে পছন্দ করেন। বহু মানুষ আছেন, যারা স্ট্রেস, রাগ, ডিপ্রেশন কমাতে ভিডিও গেম খেলেন। 

সম্প্রতি যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে বলা হচ্ছে, বাচ্চাদের মধ্যে একাগ্রতা, মনোযোগ বাড়াতে ভিডিও গেম খুবই উপকারী। এছাড়া শিশুদের মস্তিষ্ককে বিভিন্ন কাজে স্বক্রিয় করতেও সাহায্য করে ভিডিও গেম।


মন্তব্য