যানবাহন নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্যে এবার আরও একটা নতুন জিনিস নিয়ে এল চীন। দেখতে অনেকটা বাসের মত হলেও, এটা আসলে ট্রেন।
না, ট্রেন বলতে আমরা যেমনটা বুঝি, তেমনটা একেবারেই নয়। এই ট্রেনের না আছে কোনও লাইন, না আছে ড্রাইভার। এটাই বিশ্বের প্রথম ট্রেন যা নাকি দৌড়বে ভার্চুয়াল ট্র্যাকে। কোনও ধাতব রেললাইন থাকবে না।
নতুন এই ট্রেন চলবে ব্যাটারিতে। ফলে দূষণের কোনও সম্ভাবনা নেই। এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে ৭০ কিলোমিটার/ ঘণ্টা। অর্থাৎ ১০ মিনিটে অন্তত ২৫ কিলোমিটার রাস্তা অনায়াসে যেতে পারবে এই ট্রেন।
২ জুন এই ট্রেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে। মোট ৩০৭ জন যাত্রী বহন করা সম্ভব এই ট্রেনে। এই ট্রেনে লাগানো থাকবে সেন্সর। তাতেই এগিয়ে রুট চীনে এগিয়ে যাবে ট্রেন। লাগবে না কোনও রেল লাইন। ২০১৩ থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে চীন। ২০১৮ তেই এই ট্রেন চালানো সম্ভব হবে বলে জানা গিয়েছে।
সুত্রঃ ইন্টারনেট
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের