kalerkantho


১০ম জ্ঞান মেলায় অংশগ্রহণের আবেদন করবেন যেভাবে

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুন, ২০১৭ ১৬:৪১১০ম জ্ঞান মেলায় অংশগ্রহণের আবেদন করবেন যেভাবে

১০ম জ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার এখনো ৬ মাসের মত বাকী। তবে এখন থেকেই শুরু হয়ে গেছে তোড়জোড়। মেলা সফল করতে শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণ। ২০১৮ সালের ৬ ও ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জ্ঞান মেলা। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে- ‘বিজ্ঞান ও উন্নয়ন’।

'আমাদের গ্রাম' উন্নয়নের জন্যে তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগে দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেলা। বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা উচ্চবিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মেলা প্রস্তুতি কমিটি।

মেলায় সেমিনার, আলোচনা, বিতর্ক ছাড়াও থাকবে রামপাল আন্তঃগ্রাম দাবা, ক্যারাম, ছবি আঁকা, সংগীত, নৃত্য প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, জারি ও পট গান। এছাড়া মুক্তিযুদ্ধের ছবি ও লোকজ মেলার প্রদর্শনী রয়েছে। এতে অংশ নিতে হলে info@amadergram.org ঠিকানায় ই-মেইল করতে হবে।


মন্তব্য