kalerkantho


আবিষ্কৃত হলো লুকোনো বরফের আগ্নেয়গিরিতে ভরা গ্রহাণু সেরেস

কালের কণ্ঠ অনলাইন   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৪৪আবিষ্কৃত হলো লুকোনো বরফের আগ্নেয়গিরিতে ভরা গ্রহাণু সেরেস

ধীরে ধীরে মহাবিশ্বের কত গোপন রহস্য উন্মোচিত হচ্ছে। বিজ্ঞানের কল্যাণে কত নতুন নতুন তথ্যই আমরা পাচ্ছি। আর এবার আবিষ্কৃত হলো লুকোনো বরফের আগ্নেয়গিরিতে ভরা গ্রহাণু সেরেস। মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে ক্রায়ো ভলক্যানো নামক গ্রহাণু সেরেসের অবস্থান।

আরও প্রচুর বরফের আগ্নেয়গিরি (ক্রায়ো-ভলক্যানো) লুকিয়ে রয়েছে মঙ্গল আর বৃহস্পতির মধ্যে থাকা গ্রহাণুপুঞ্জ (অ্যাস্টারয়েড বেল্ট) সেরেস এ? মাত্র একটা নয়? আরও অনেকগুলো? সেগুলোর খোঁজ-খবর এখনও পাইনি আমরা? একেবারে হালের একটি গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে। এতে করে বিজ্ঞানের নতুন মাত্রা সংযোজিত হলো। এ রকম আরও অনেক আগ্নেয়গিরি থাকতে পারে বলে বিজ্ঞানীরা নতুন করে ভাবতে বসেছে।
 মন্তব্য