kalerkantho


ফেসবুকে ফোন নম্বর দেওয়ার আগে সতর্ক থাকুন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ২৩:১২ফেসবুকে ফোন নম্বর দেওয়ার আগে সতর্ক থাকুন

ফেসবুক প্রোফাইলে ফোন নম্বর দেবেন? তবে সাবধান! এ ব্যাপারে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। তাঁরা বলছেন, যতই প্রাইভেসি সেটিংসের বেড়া দেওয়া থাক না কেন, ফেসবুকের সার্চ বারে মোবাইল নম্বরটি লিখে ব্যক্তিগত তথ্য ও অবস্থান বের করে ফেলা সম্ভব। গবেষকেরা সতর্ক করে বলেছেন, মোবাইল নম্বর কাজে লাগিয়ে তথ্য সংগ্রহের পর তার অপব্যবহার করতে পারে সাইবার। সল্ট ডট এজেন্সি নামের একটি সাইবার নিরাপত্তা সংস্থার কারিগরি পরিচালক রেজা মোয়ায়েনডিন সম্প্রতি একটি কোডিং স্ক্রিপ্ট ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সম্ভাব্য ফোন নম্বরগুলো সাজান। এরপর তিনি ওই নম্বরে ফেসবুকের অ্যাপ বিল্ডিং প্রোগ্রাম (এপিআই) পাঠিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে দেখান। মোয়ায়েনডিন বলেন, ‘ফেসবুকের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে টেকনোলোজিতে দক্ষ কোনো ব্যক্তি ফেসবুক ইউজারের ফোন নম্বর দিয়ে তথ্য সংগ্রহ করতে পারে দুষ্কৃতিরা।’  মোয়ায়েনডিন দাবি করেন, এ বছরের এপ্রিল মাসে ফেসবুক কর্তৃপক্ষকে এপিআইয়ের দুর্বলতার দিকটি জানানো হলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ১৪৪ কোটি ফেসবুক ইউজার হ্যাকিংয়ের ঝুঁকিতে রয়েছেন।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের আরএএনডি করপোরেশনের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক প্রোফাইলে পোস্ট করা ছবি, নাম, ফোন নম্বর, শিক্ষা ও অবস্থানগত তথ্য প্রভৃতি অবৈধ ট্রেডিং সাইটগুলোর নেটওয়ার্কে বিক্রি হয়। ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে তা থেকে অর্থ বের করার চাইতে ফেসবুক বা টুইটারের তথ্য হাতিয়ে নেওয়া হয়।


মন্তব্য