kalerkantho


কমেডি লেখক ভাড়া করছে গুগল!

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৬ ১৬:১৭



কমেডি লেখক ভাড়া করছে গুগল!

গুগল সম্প্রতি পিক্সার এবং দ্য ওনিয়ন এর মতো উৎস থেকে একদল কমেডি লেখককে ভাড়া করে এর ডিজিটাল অনলাইন অ্যাসিসটেন্টকে সরবরাহ করেছে। গুগল অ্যাসিসটেন্টের রসবোধ বাড়ানোর জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে গুগল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মতে, শুধু গুগলই নয় বরং অ্যামাজন এর মতো প্রতিষ্ঠানও এর ডিজিটাল সহযোগী অ্যালেক্সার আলাপনী সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

এখনও বেশির ভাগ ডিজিটাল অ্যাসিসটেন্ট পরিপ্রেক্ষিত অনুযায়ী আলাপ-আলোচনা জমাতে সক্ষম নয়। সেখানে গুগল অ্যাসিসটেন্ট এর মতো নতুন ডিজিটাল অ্যাসিসটেন্টরা আরো অগ্রগামী কথোপকথনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদাহরণত, আপনি গুগল অ্যাসিসটেন্টকে জিজ্ঞেস করলেন, 'অ্যাডেলের পুরো নাম কী?' এর উত্তর দেওয়ার পর আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, 'তার সর্বশেষ অ্যালবাম কোনটি?' তখনও সে সঠিক উত্তরটিই দেবে। পরিপ্রেক্ষিত বু্ঝে প্রশ্নের উত্তর দিতে পারে এটি।

চলতি বছরের মে মাসে গুগল অ্যাসিসটেন্টের যাত্রা শুরু হয়। তবে গুগলেকে কোনো কৌতুক বলার কথা বলে খুব বেশি উচ্চ প্রত্যাশা করবেন না। কারণ বেশির ভাগ কৌতুকই এখনো শুধু অনেকটাই অর্থহীন শব্দের খেলা মাত্র।

ইন্টারস্টেলার সিনেমায় ম্যাথিউ ম্যাক কনৌঘি যেভাবে রোবটের মধ্যে রসবোধের উপস্থিতি দেখিয়েছেন সেভাবে বাস্তবে এখনও কোনো রোবটে রসবোধ যুক্ত করা সম্ভব হয়নি।

তবে বেশ কিছু রোবট ইতিমধ্যেই নিজের মধ্যে যথেষ্ট ও পরিমিত পরিমাণে রসবোধ গড়ে তুলেছে।

সম্প্রতি চার্লি রোজ টেলিভিশনে একটি মানবসদৃশ রোবটের এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎকার নিয়েছেন। এ সময় রোবটটি বিচিত্র কিছু রসবোধসম্পন্ন উত্তর দিয়েছে।
সূত্র : দ্য হাফিংটন পোস্ট


মন্তব্য