kalerkantho


অনলাইনে ঘোড়ার পা খুঁজেছেন কখনো?

কালের কণ্ঠ অনলাইন   

৫ অক্টোবর, ২০১৬ ২০:৪৬অনলাইনে ঘোড়ার পা খুঁজেছেন কখনো?

শিরোনাম দেখেই হয়ত ভাবছেন এটা আবার কোন ধরণের কথা! ইন্টারনেট মানেই সকলের কাছে জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। সেসবের অনুসন্ধান না করে ঘোড়ার পা খোঁজার কী হলো? আগে পুরোটা পড়ে নিন; তবেই পেয়ে যাবেন আপনার উত্তর।

ইন্টারনেটে কত সংখ্যক ওয়েবসাইট তার সঠিক হিসা দেওয়া মুশকিল। কারণ প্রতিদিন ইন্টারনেটে যোগ হচ্ছে নতুন নতুন সব ওয়েবসাইট। এগুলোর মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ; আবার অনেকগুলি অপরাধমূলক, আবার কিছু সাইট আছে যা শুধুই সময় কাটানোর জন্য। কিন্তু জানেন কি, ইন্টারনেটে এমন ধরনের ওয়েবসাইটও রয়েছে যেগুলো ভিজিট করলে রাগে আপনার মাথা গরম হয়ে যেতে পারে।

হ্যাঁ, তেমনই একটি সাইট হলো ‘এন্ডলেস ডট হর্স’। যার বাংলা অর্থ, যে ঘোড়ার শেষ নেই। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তবে http://endless.horse এই সাইটে চলে যান আর এন্ডলেস ডট হর্স সাইটে থাকা ঘোড়াটির পা দেখার মিশনে নেমে পড়ুন।

আপনার সারাদিন নষ্ট করে দিতে পারে এটি। কিংবা এমনও বলা যেতে পারে আপনার সারাজীবনের সময়ও বরবাদ করে দিতে পারে। যাই হোক, সাইটের লিংক তো দিয়েই দিলাম। এবার ঘোড়ার পা দেখার দায়িত্ব আপনার নিজের উপর।


মন্তব্য