kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


টুইটারে ১৪০ অক্ষরের বাধ্যবাধকতা উঠে যাচ্ছে

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০১টুইটারে ১৪০ অক্ষরের বাধ্যবাধকতা উঠে যাচ্ছে

১৪০ অক্ষরের নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার৷ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৪০ শব্দের সীমাবদ্ধতা উঠে যাবে টুইটারে। যদিও মাত্রাতিরিক্ত শব্দ যোগ করার এখনই যুক্ত হচ্ছে না।

 নতুন এই সংস্করণে ইউজারনেম, লিংক, ভিডিও এবং ছবিগুলিকে অক্ষরের আওতা থেকে বাইরে রাখা হবে৷

শোনা গিয়েছিল, মে মাসেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার অক্ষর সংখ্যা বাড়াতে চলেছে৷ যদিও টুইটারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি৷ কিন্তু সম্প্রতি টুইটার জ্যাক ডরসে বলেছেন, “টুইটারেকথোপকথন হবে আরও বেশি ৷ এই বিষয়টি নিয়ে আমরা বেশ উৎসাহিত৷”

এখানেই শেষ নয়; জানা গেছে নিকট ভবিষ্যতে নাকি টুইটারে অক্ষর সংখ্যা বাড়িয়ে ১০,০০০ করে দেওয়া হবে৷ যদিও এটা আনঅফিসিয়াল বক্তব্য।


মন্তব্য